আব্দুল বাসেদ,নোয়াখালী জেলা প্রতিনিধি।। নোয়াখালীতে টানা ভারী বর্ষণে ডুবেছে জেলা শহর ও আশপাশের এলাকা। মানব সৃষ্ট বন্যায় পরিস্থিতি যেন মাছ চাষের উপযোগী খন্ড খন্ড খামার। নোয়াখালী জুড়ে জলাবদ্ধতায় আটকে আছে লাখো বাসিন্দা। ডুবে গেছে পাড়া মহল্লার অলি গলি ও গুরুত্বপূর্ণ সড়ক, ডুবেছে হাট-বাজার ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতেও ঢুকছে পানি। বাদ যায়নি সরকারি অফিস সমূহ। জলাবদ্ধতায় বিপাকে পড়েছে পরীক্ষার্থী ও কর্মব্যস্ত মানুষ। বৃষ্টি বন্ধ হয়ে গেলে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন পৌর মেয়র।
মঙ্গলবার (২ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর নোয়াখালী কার্যালয় জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ৪ দিন হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।