বাঙালির স্বাধীনের মধ্য দিয়ে তৃতীয় পক্ষের লুটতরাজ

বুধবার, আগস্ট ৭, ২০২৪

মোঃ মোহন আলী।। ৭ই আগস্ট ২০২৪ রাজধানীর বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিকাণ্ড এবং লুটতরাজের ঘটনা ঘটেছে। বিশেষ করে ঢাকার আভিজাত্য এলাকা গুলশান, বনানী, মহাখালী, ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২,সোবাহানবাগ, কলাবাগান, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, সাত মসজিদ রোড, জিগাতলা, টেনারী মোড়,এই সমস্ত এলাকায় । নানা রকমের কৌশলে মালামাল নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পিকআপ,ভ্যান, এবং রিক্সার সাহায্যে। তার মধ্যে রয়েছে আসবাবপত্র, পরিপাটি, সোফা, চেয়ার, টেবিল, আরো নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র। এবং আরো লুট হয়েছে মুদি দোকান, কাঁচাবাজার, রেস্টুরেন্ট,সহ অনেক ঘরবাড়ি চরম নিরাপত্তাহীনতায় পরেছে দেশের জনগণ। দুর্বৃত্তদের ভাঙচুরের হাত থেকে বাদ যায়নি জিগাতলার পুলিশ বক্স ও, এইভাবে চলতে থাকলে আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়বে দেশের জনগণ। তবে স্বল্প সময়ের মধ্যে জনগণের নিরাপত্তা ফিরে আসবে বলে সবাই আশাবাদী। এই চলমান পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতাধীন আসবে বলে সর্বস্তরের জনগণের প্রত্যাশা ।