স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলের মৎস্য সম্পদ রক্ষায় মৎস্যজীবীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার পাহাড়ী পুকুর দাখিল মাদ্রাসা মাঠে জবই বিলের সুবিধা বঞ্চিত মৎস্যজীবী হোসেন আলীর আহ্বানে জবই বিলের মৎস্য সম্পদ রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিরন্টী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলা আঃ বাকী। সভা পরিচালনা করেন আব্দুল্লাহ আনছারী।
এসময় গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান মুকুল, পাতাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, আইহাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, সারোয়ার জাহান লাবু চৌধুরী, জুয়েল হক, জবই বিল মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের সাবেক সভাপতি রবিউল ইসলাম, মৎস্য অফিসের প্রতিনিধি ওসমান গনি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জবই বিল মৎসজীবীরা উপস্থিত ছিলেন।