ছাত্র আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত কামনায় সাপাহারে জামায়াতে ইসলামীর দোয়া অনুষ্ঠিত 

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে জামায়াতে ইসলামির আয়োজনে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ সাপাহারে শাখা।

 

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় সাপাহার উপজেলা মডেল মসজিদ থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ সভা বের হয়ে সাপাহারের জিরো পয়েন্ট স্বাধীনতার মুক্তমঞ্চে এসে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জামায়াতে ইসলামির সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাও আব্দুল্লাহ্ শিরন্টী ইউনিয়ন আমিন মাওলানা ইয়াহইয়া, সাপাহার ইউনিয়ন আমির দুরুল হুদা, আইহাই ইউনিয়ন আমির মোস্তাকিম আহমেদ তিলনা ইউনিয়ন আমির মোস্তাফিজুর রহমান শিবির সাপাহার উপজেলা সভাপতি মোজাহিদুল ইসলাম নওগাঁ জেলা পশ্চিম অফিস সম্পাদক রেজোয়ান হোসেন।