জাতির সংবাদ ডটকম।
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া এক শিক্ষার্থীর মুখ চেপে ধরার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।
ডিএমপি জানিয়েছে, শাহবাগ থানায় কর্মরত এই পুলিশ পরিদর্শককে ১৮ আগস্ট বিকেল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরার ঘটনায় তিনি আলোচনায় আসেন।