সময় টেলিভিশনের বার্তা প্রধান’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন 

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩

সঞ্জয় সাহা: ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধ এবং সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দের আয়োজনে শহরের গানাসাস মার্কেট এর সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

সময় টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি এস এম বিপ্লব ইসলাম এর সঞ্চালনায় আজ ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ এ মানববন্ধনে অংশ নেন। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, দৈনিক কালের কন্ঠ ও দেশ টিভির প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, গাইবান্ধা নাগরিক মঞ্চের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, মাছরাঙা টিভির প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, সমকালের প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, ৭১ টিভির প্রতিনিধি শামিম আল সাম্য, এস, এ টিভির প্রতিনিধি কায়সার প্লাবন, গ্লোবাল টিভির প্রতিনিধি আতিক বাবু, নিউজ টুয়েন্টিফোর পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি কায়সার রহমান রোমেল,যায়যায়দিন শফিউল ইসলাম, প্রতিদিনের সংবাদ মাসুদ মুকুল, গণমানুষের খবর পত্রিকার শাহজাহান সিরাজ, একুশে টিভির প্রতিনিধি আফরুজা লুনা, ডিবিসি টিভির প্রতিনিধি রিক্তু প্রসাদ, সাংবাদিক শেখ হাবিবুর রহমান, দেশের পত্র পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান, সিএনএন টিভির প্রতিনিধি ফারহান শেখ, গ্লোবাল টিভির অতিরিক্ত প্রতিনিধি হারুন অর রশিদ সহ অনেকে।

 

বক্তারা, সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ, “ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধ এবং সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। বক্তারা বলেন- ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধ না করলে ও সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে অবিলম্বে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।