আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে অন্তবর্তী সরকারের গাফেলতি লক্ষ্যণীয়- মজিবুর রহমান মঞ্জু

রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪

জাতির সংবাদ ডটকম।।

আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে অন্তবর্তী সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তগণ গাফেলতি করছেন বলে অভিযোগ তুলেছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত এবি পার্টি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সদস্যসচিব হাসানুল বান্না সোহেলকে দেখতে গেলে উপস্থিত নেতা কর্মীদের সামনে এ অভিযোগ করেন তিনি। উল্লেখ্য চাঁদাবাজিতে বাধা দেওয়ায় গত ২৪ আগষ্ট ২০২৪ইং শনিবার রাত ১১ টায় এবি পার্টি মিঠাপুকুর উপজেলা শাখার সদস্যসচিব হাসানুল বান্না সোহেলের উপর বিএনপি নামধারী কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা করে। তারা ধারালো চাপাতি দিয়ে তাঁর মাথায় উপুর্যুপূরি আঘাত করে। মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন সোহেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। বর্তমানে সোহেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।

এবি পার্টির নেতৃবৃন্দ আজ সোহেলকে দেখতে ঢামেক হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ক্ষোভ প্রকাশ করে বলেন; আমরা বার বার বলার পরও অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও আইন শৃঙ্খলা রক্ষায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সন্ত্রাসী কর্মকান্ড চলছে। এরকম নাজুক পরিস্থিতিতে সেনাবাহিনীকে কার্যকরভাবে নিয়োজিত না করা এবং পুলিশকে পূর্ণোদ্যমে সক্রিয় করতে না পারাটা দূর্ভাগ্যজনক। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় তাদের নিরাপত্তা হুমকি স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে চিকিৎসকেরা সারা দেশে কর্মবিরতির ডাক দেয়ায় দেশ এক কঠিন চিকিৎসা সংকট দেখা দিবে। তিনি অবিলম্বে বিক্ষুব্ধ চিকিৎসকদের সাথে আলাপ আলোচনা করে উদ্ভুত সমস্যার সমাধান এবং জননিরাপত্তা বিধানে অন্তবর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। কালবিলম্ব না করে সোহেলের উপর হামলা কারীদের গ্রেফতার ও তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণেরও দাবি জানান তিনি।