দেশ অতি দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে- ঐক্য পরিষদ

সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪

জাতির সংবাদ ডটকম।।

দেশ অতি দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন উত্তরা ১০ নং সেক্টরের ঐক্য পরিষদ।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিম্নলিখিত এসব দাবি পেশ করেন নেতারা।

ঐক্য পরিষদের লিখিত বক্তব্যে বলেন বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ড. মুহাম্মদ ইউনূস এবং সহযোগী উপদেষ্টাবৃন্দের প্রতি যথাযথ আস্থা প্রদর্শন পূর্বক বলতে চাই যে তাদের নেতৃত্ব এবং দিকনির্দেশনায় দেশের সার্বিক অবস্থা অতি দ্রুত স্থিতিশীল হয়ে আসবে, এবং দেশ অতি দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করে দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করেছে আমরা তাদের রুহের
মাগফেরাত কামনা করছি. একই সাথে দেশকে স্বৈরাচার মুক্ত করতে যে সমস্ত বিপ্লবী ছাত্র-জনতা আহত হয়ে হাসপাতালে আছেন, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। অভিনন্দন জানাই তাদেরকে যাদের নেতৃত্বে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। একই সাথে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা কবলিত পরিবার বর্গের সাথে সহমর্মিতা প্রকাশ করছি।
উত্তরা ১০ নং সেক্টর একটি VIP সেক্টর যেখানে সাবেক মন্ত্রী, এম পি ও সরকারের উর্দ্ধতন কর্মকর্তা সহ বর্তমান সরকারের ১ জন উপদেষ্টা, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিগণ এই সেক্টরে বসবাস করছেন। উল্লেখ্য যে, উত্তরা ১০ নং সেক্টর আনুমানিক ৩০০০ প্লটের সমন্বয়ে গঠিত এবং অত্র
সেক্টরে প্রায় ১৫০,০০০ লোকের বসবাস যেখানে বহু স্কুল /মাদ্রাসা/কলেজ/বিশ্ববিদ্যালয়/মসজিদ/হাসপাতাল সহ অনেক স্থাপনা বিদ্যমান। উত্তরা
১০ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি একটি অরাজনৈতিক সমাজসেবা মূলক প্রতিষ্ঠান যাহার রেজিষ্টেশন নং- ঢ- ০৮৪৪৪ তারিখ, ২০০৮ যাহা
সমাজসেবা অধিদপ্তর হতে একটি গঠনতন্ত্রের ভিত্তিতে নিবন্ধনকৃত ।
১/ প্রহসণমূলক নির্বাচন ঃ
যেহেতু অত্র ওয়েলফেয়ার সোসাইটি নির্বাহী কমিটি নির্বাচনের ক্ষেত্রে সরাসরি ভোটের মাধ্যমে পূর্বে কোন নির্বাচন অনুষ্ঠিত হয় নাই সেহেতু
সেক্টরবাসীর দাবীর মূখে ২০২৪-২০২৭ মেয়াদে একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহন করা হয়। যাহা পরবর্তীতে প্রাক্তন সভাপতি উপধ্যক্ষ আব্দুস শহীদ
(প্রাক্তণ সংসদ ও কৃষি মন্ত্রী) এবং ইনসাফ আলী ওসমানী (সহ সভাপতি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ) এর কুট কৌশলের মাধ্যমে একটি ভুয়া ভোটার
সম্বলিত তালিকার মাধ্যমে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করে এবং এ ক্ষেত্রে স্থানীয় সাংসদ জনাব খসরু চৌধুরী সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে পূর্ন প্যানেলে
আব্দুস শহীদ গং দের নির্বাচিত জয়যুক্ত নিশ্চিত করেন।
২/ ভুয়া ভোটার তালিকা :
২০২৪-২০২৭ নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে প্রাক্তন কৃষি মন্ত্রী (আওয়ামীলীগ) আব্দুস শহীদ তার পছন্দমত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন
করে এবং সেক্টরবাসীর চাপের মূখে উক্ত কমিশনে ঐক্য পরিষদের ২/১ জন সদস্য অন্তর্ভুক্ত করিলেও নির্বাচন কার্য্যক্রমে স্বাধীনভাবে তাদেরকে কোণ
ধরণের নির্বাচনী কার্যাদী সম্পাদন করিতে দেয় নাই। উল্লেখ্য যে, ভোটার লিষ্টে ভূয়া ভোটার বাদ দিয়ে একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করতঃ ।
নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য বারাংবার আব্দুস শহীদ (প্রাক্তণ কৃষি মন্ত্রী), খসরু চৌধুরী (প্রাক্তণ এমপি) প্রধান নির্বাচন কমিশনার এবং
সমাজ সেবা অধিদপ্তর বরাবর মৌখিক ও লিখিত অনুরোধ করা সত্ত্বেও কোন কার্য্যকরী পদক্ষেপ গ্রহণ না করিয়া একটি প্রহশণমূলক নির্বাচন অনুষ্ঠিত করে