পীরগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান

বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেছ।

বুধবার (১১ আগস্ট) শেষ বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের খামার সেনুয়া বানিয়াপাড়া গ্ৰামে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের সদস্যদের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান, উপজেলা আমীর বাবলুর রশিদ, উপজেলা সেক্রেটারি গোলাম মোস্তফা কামাল,ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে সহযোগিতার অর্থ তুলে দেন।

ক্ষতিগ্রস্তরা হলেন, ফারুক হোসেন,ফারজুল ইসলাম, আইয়ুব আলী, রসুল বকাস, আজিজুল ইসলাম, নজরুল ইসলাম, শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বাবুল আহমেদ ,ভোমরাদহ ইউনিয়ন সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, অর্থ সম্পাদক উজ্জ্বল আলী।কোষারানীঞ্জ ইউনিয়নের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।

জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর আমির বেলাল উদ্দিন প্রধান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক রাজনীতিক দল। এর আগেও যেকোনো মানবিক বিপর্যয়ে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় আজ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা করা হয়। আগামীতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।