ঢাকার মুগদা মান্ডা রাস্তার বেহাল দশা সংস্কারে এগিয়ে এলো ‘এন,আই,এস,ও’ নামের সেবা মূলক প্রতিষ্ঠান

রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪

মো:রায়হান ।।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদা থেকে মান্ডা যাতায়াতের প্রধান রাস্তাটি প্রায় ১ কিলোমিটার পর্যন্ত বেহাল দশা। মুগদা থেকে শুরু করে বাশার টাওয়ার পর্যন্ত রাস্তাটি ভেঙ্গে পড়েছে, তৈরি হয়েছে বড় বড় গর্ত, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, প্রায় কয়েক বছর ধরে নেই কোন সংস্কার, গত কয়েক মাস ধরে রাস্তাটি বড় করার জন্য দুই পাশে অনেক বাড়ি ভেঙ্গে ফেলা হয়, এতে সবাই রাস্তাটি সংস্কার হওয়ার সপ্ন দেখতে শুরু করে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর নতুন সরকার গঠন করে নতুন ভাবে সংস্কার করতে সময় লাগবে বলে মনে করে এলাকাবাসী, তাই এই রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য এগিয়ে এসেছে সেবা মূলক প্রতিষ্ঠান ‘এন,আই,এস,ও’। ১৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সংস্কার কাজ শুরু করে। এতে আরমান হোসেন আবিরের নেতৃত্বে রাত পর্যন্ত কাজ করে ‘এন,আই,এস,ও’ প্রতিষ্ঠানের সদস্যরা। রাস্তায় ইট পাথর দিয়ে বিভিন্ন গর্ত বরাট করে, পরে পুরো রাস্তায় কংক্রিট, ছোট পাথর, বালি এগুলো দিয়ে রোলার দ্বারা রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলে।