যুগান্তরের দুর্বিপাক

সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪

।। মুরসালিন নোমানী ।।

 

আমিই তাদের কথা বলি

যাদের কথা কেউ বলে না।

সত্য সবাই সব বলে না

সুযোগ বুঝে সত্য বলে

মিথ্যা দিয়ে ঢেকে রাখে

কঠিন হলেও এটাই মোদের

বুঝতে হবে সবার আগে,

জীবন যদি ঠুকনো হতো

মরণ নেশায় মাততো সবাই

যুগান্তরের দুর্বিপাকে

পতিত হতো মিথ্যেটাকে।

কবি যদি লিখতো সবই

ছন্দ-তালে মন্দ পালে।

গতির তালে ছুটতো সবাই

চিরন্তন সত্য পানে।

তারপরও কি বুঝতে বাকি

আদর্শ তার সত্যকাঠি!