ক্রীড়া ডেস্কঃ অষ্টম ওভারেi এই আউটটি একটু অদ্ভুত। শুবমান গিলের পায়ের পাশ দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। গিল ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন। তার ব্যাটের কানা নিয়ে বল জমা পড়েছে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য এমন আউট কষ্টের।
চেন্নাই টেস্টে দুর্দান্ত বোলিংয়ে ভারতীয় ব্যাটারদের কোণঠাসা করে রেখেছেন হাসান।
দলীয় ১৪ রানে রোহিতকে হারানো ভারত দ্বিতীয় উইকেট হারায় ২৮ রানে। দলীয় ৩৪ রানে হাসানের তৃতীয় শিকার হন বিরাট কোহলি।
চেন্নাই টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেঘাচ্ছন্ন দিনে শুরুটা বেশ ভালো করেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। রান তুলতে রীতিমত ঘাম ঝরছে ভারতের। প্রথম ৪ ওভারে তারা নিতে পারে মোটে ৮ রান।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করছে ভারত।