শেরপুর সদর থানায় এটিইটি আজীবন সদস্য বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক 

এসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট, বাংলাদেশ (এটিইটি) আজীবন সদস্য ইঞ্জি: মোঃ ফরহাদ হোসেন ও ইঞ্জি: মোঃ ইলিয়াস হোসেন এর বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা শেরপুর সদর থানায় হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার বিকালে রাজধানীর উত্তরা, সেক্টর – ১২ নিজস্ব কার্যালয়ে সামনে শাহ মখদুম এভিনিউ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান, সমন্বয়ক, এটিইটি, বাংলাদেশ। সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার জুয়েল আজীবন সদস্য এটিইটি ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী টেক্সটাইল ইঞ্জিনিয়ার আন্দোলনের প্রধান সমন্বয় ইঞ্জিনিয়ার ফখরুল আলম, এটিইটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আদিল সরকার, নাজমুল হাসান, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রথিন চাকি, সাবেক উপদেষ্টা ইঞ্জিনিয়ার শফি উল্লাহ শফি, আবু সায়েম কিরণ, জীবন সদস্য নাসির উদ্দীন, ইফতেখার রনি, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম সোহেল রানা, কামরুল হাসান বাবু, ইঞ্জিঃ মনির হোসেন, ইঞ্জিঃ তারিকুর রহমান রনি, ইঞ্জিঃ জুয়েল রানা প্রমুখ।

 

উক্ত মানববন্ধনে সকল সরকারী, বেসরকারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ/বিশ্ববিদ্যালয়/ইন্সটিউট ইঞ্জিনিয়ার ও এটিইটির আজীবন সকল সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও এটিইটি সাবেক সকল কমিটির সভাপতি/সাধারন সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সদের ভুমিকা রুখে দিতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বিগত কিছু দিন থেকে প্রায় শিল্প অঞ্চলে কৃত্তিম দাবির নামে কলকারখানা ভাংচুর অগ্নিসংযোগ সহ ধ্বাংশজ্ঞ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

ইউরোপোর প্রায় ৩টি টি-শার্টের ১টি যায় বাংলাদেশ থেকে, শুধু ডেনিম ধরলে ও প্রতি ৪টির ১ টি। যুক্তরাষ্ট্রে ও প্রায় প্রতি ৫টির ১টিতে থাকে বাংলাদেশের নাম। এর ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপের মত দেশগুলোতে আমারা পরিচিতি পাচ্ছি। শুধু ইউরোপ আমেরিকাই না বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ৮১ কোটি ২২ লাখ ২ হাজার ডলার, রশিয়ার ৬৫ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ডলার। দক্ষিণ কোরিয়ার ৫০ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ডলার সংযুক্ত আরব আমিরাতে ৩০ কোটি ২২ লাখ ১০ হাজার ডলার এবং চীনে ২২ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলারের পোষাক রপ্তানি করা হয়। যা এসব দেশে আমাদের পরিচয় সৃষ্টি করে। বর্তমানে তৈরী পোষাক রপ্তানীতে চীনের পরেই বাংলাদেশ। ডেনিমের ক্ষেত্রে চীনকে পিছনে ফেলে বাংলাদেশর অবস্থান প্রথম, সরকারের নীতিগত সহযোগিতা পেলে অতি শিঘ্রিরই ইউরোপের বাজারে শীর্ষস্থান অধিকার করার প্রত্যয়ী এই পোষাক শিল্প। তাই এসকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।