আন্তর্জাতিক ডেস্কঃভারতের জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তার পরেই রয়েছেন বিজেপির রবিন্দর রায়না। তবে পিছিয়ে পড়েছেন মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকেই দেশজুড়ে উৎসবে মেতে উঠেন কংগ্রেসের নেতা-কর্মীরা। দিল্লিতে দলের সদর দপ্তরের সামনে সকাল থেকেই ভিড় জমাতে থাকেন কর্মীরা। বিশেষ ডিজাইনের টি-শার্ট পরে ঢোল বাজিয়ে সেলিব্রেশন শুরু করেন তারা।
২০১৯ সালে জম্মু কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন নরেন্দ্র মোদি সরকার বাতিল করার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত বিধান সভার নির্বাচনের ৯০টি আসনের মধ্যে ৫০টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। কংগ্রেস জোটের নেতৃত্ব দিচ্ছে কাশ্মীরের ন্যাশনাল কংগ্রেসের (এনসি) প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লাহ। অন্যদিকে, নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন বিজেপি ২৮ আসনে এগিয়ে। এ ছাড়া কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রাটিক পার্টির পিডিপি এগিয়ে তিনটি আসনে। অন্যান্য দলগুলো এগিয়ে রয়েছে ৯টি আসনে।
কাশ্মীরের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে ফারুক আব্দুল্লাহকে ধরে নিচ্ছে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা। ফারুক আব্দুল্লাহ ও মেহবুবা মুফতির দল জোটবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, হরিয়ানার ভোটে ৯০ আসনের মধ্যে ৫০টিতে এগিয়ে রয়েছে বিজেপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এগিয়ে ৩৪ আসনে। আর বাকি দলগুলো ছয়টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।