শেষ মুহূর্ত

বুধবার, অক্টোবর ৯, ২০২৪

।। সেলিনা পারভীন ।।

 

জীবনের শেষ বেলায় এসে
অনেক ক্লান্তি কাটিয়ে
জীবনের কিছু হিসেব নিয়ে
বসে বসে যখন ভাবি!

কি নিয়তি নিয়ে এসেছিলাম
পৃথিবীতে;এটাই কি ছিল হবার
নাকি বিধাতা আমার জীবনী
লিখে রেখেছিলো এমনি করেই!

আমি চেয়েছিলাম ছোট্ট একটা
নীড়, যেখানে থাকবো তুমি আমি
কুটিরের সামনে থাকবে একটা
বারান্দা;দুজনে বসে খাবো চা।

শেষ বেলায় হয়তো পুরুন হবেনা
আমার চাওয়া কিংবা পাওয়া
যদি পারি অপেক্ষা করবো নাহয়
শেষ মুহূর্তের আশা টুকু ছেড়ে দিবো।