জাতির সংবাদ ডটকম।।
শুরু হয়েছে শারদীয় দুর্গা পূঁজা। হিন্দু ধর্মাবলম্বী সকলকে এবি পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি’র আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু । গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, আমাদের আশা, হিন্দু সম্প্রদায় দূর্গা পুজা’র উৎসবটি যথাযথ মর্যাদা ও গাম্ভীর্য নিয়ে উদযাপন করবেন। সকল ধরনের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করার দাবী জানিু তাঁরা বলেন, এবি পার্টি চায় মন্দির বা মন্ডপে যেন কোন কুচক্রীমহল ধর্মীয় উদযাপনের পরিবেশে বিঘ্ন না ঘটাতে পারে। তারা সবাইকে সেদিকে সকলের সজাগ দৃষ্টির আহবান জানান। সাম্প্রদায়িক সহাবস্থানের যে ঐতিহ্য আমাদের রয়েছে, তার ধারাবাহিকতায় দুর্গাপূজার আগমনে সকল সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে পড়বে এই প্রত্যাশা রাখছে এবি পার্টি।