গণঅভ্যুত্থানকে সফল করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও আন্তরিক হতে হবে – মেজর মিনার

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

জাতির সংবাদ ডটকম।।

ফ্যাসিস্ট খুনী হাসিনাকে তাড়াতে প্রায় ২ হাজার মানুষ জীবন দিয়েছে। শত শত মানুষ অঙ্গ হারিয়েছে। অনেক মূল্য দিয়ে আমরা এই সরকার প্রতিষ্ঠা করেছি, একটি মুক্ত নিরাপদ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। কাজেই গণঅভ্যুত্থানকে সফল করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও আন্তরিক হতে হবে বলে দাবি করেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি’র আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার।

আজ এবি পার্টি লক্ষীপুর জেলা আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। লক্ষীপুর জেলা যুগ্ম আহবায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধুরী মশিউল আজম সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, কেফায়েত হোসেন তানভীর, লক্ষীপুর জেলা যুগ্ম সদস্য সচিব ইমরান হোসেন রাকিব, রামগতি উপজেলা সমন্বয়ক মাওলানা সোহেল, সদর উপজেলার সিনিয়র নেতা জাহিদ হোসেন।

 

এসময় মেজর অবঃ মিনার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছর দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিনত করেছিল। গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। এজন্য বাংলার বীর জনতা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। এই লুটপাট আর গুম খুনের রাজত্ব চিরদিনের জন্য বন্ধ করে জনগনের জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে এবিপার্টি। পরে লক্ষীপুরের বিশিষ্ট আলেম মাওলানা সেলিম উদ্দিন ভুইয়া ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আক্তার হোসেনের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক ব্যাক্তি পার্টির লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একমত পোষন করে এবি পার্টিতে যোগদান করেন।