নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাশার মোল্লা(৪৮) নামের এক ব্যাবসায়ীকে অপহরণ করে আটকে রেখে জোর পূর্বক মোবাইল এ্যাপসের মাধ্যমে পনের লক্ষ সাতান্ন হাজার টাকা তুলে নেযার অভিযোগ উঠেছে।
ঘটনাটি গেলো জুন মাসে ফতুল্লা থানার ভূঁইগড় এলাকায় ঘটেছে,অভিযুক্ত আসামীদের নাম এসআর ট্রেডিং এর স্বত্বাধিকারী মোঃ শাহাজান মিয়া, রাজু আহমেদ,শিপন মিয়া সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন। এই বিষয়ে ফতুল্লা থানায় সাধারণ ডায়রী সহ র্যাব ১১ ও নারায়ন চীপ জুডিশিয়ার আদালতে মামলা করা হয়েছে। মামলা করে বর্তমানে জিবননাশের ভয়ে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী এবং থানায় মামলা না নেয়ার ও অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।
মামলার বিবরনে জানা যায়: গত ৫/৭/২০২৪ইং বেলা আনুমানিক ৩ঘটিকার সময় ভুক্তভোগী বাশার মোল্লা ফতুল্লা থানাধীন দেলপাড়া কবরস্থান সংলগ্ন নিজস্ব দোকান রাফি ডিপার্টমেন্টাল স্টোরে অবস্থান বিবাদীরা জরুরী কথা আছে বলে ডেকে নিয়ে যায়।
পরবর্তীতে তাকে একটি ঘরে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে বাসা থেকে চেক ও ব্যাংকের কার্ড নিয়ে আসতে বলে।
এতে ভুক্তভুগী প্রাননাশের ভয়ে তার বন্ধু নাদিমের মাধ্যমে বাসা থেকে ব্যাংকের চেকবই ও এনআইডি কার্ড আসামীদের দেয়।
পরবর্তীতে আসামীরা আবারো ভুক্তভোগীর ছোট ভাইয়ের মোবাইলে ফোন দিয়ে বাশারকে মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়ির দলিল,গহনাঘাটি এবং টাকা পয়সা নিয়ে আসতে বলে এবং পুলিশে খবর না দেয়ার জন্য হুমকী প্রদান করে।
একদিন আটক রাখার পর আসামীরা ভুক্তভোগীর আইএফআইসি ব্যংকের মোবাইল এ্যাপস মাধ্যমে ০১৯০১৮৯১৫৬৮১১ একাউন্ট ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৪৫৯১১২০০০৩৯৪১ একাউন্ট থেকে জোর পূরক পনের লক্ষ সাতান্ন হাজার টাকা উত্তোলন করে। এবং আইএফআইসি ব্যাংকের একটি চেক ও তিনটি খালি স্ট্যাম্পে জোর পূর্বক সাক্ষর রেখে ফতুল্লা থানাধীন ইসদাইল পাকা রাস্তার ফেলে রেখে যায।
বর্তমানে এই মামলাটি সিআইডিতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত,কিন্তু মামলা করেও আসামী আটক না হওয়ার কারনে উল্টো খালি চেকে টাকার অংক বসিয়ে আসামীপক্ষের মামলায় হয়রানী সহ জিবন নাশের ভয়ে রয়েছেন বাশার ও তার পরিবার।
এই বিষয়ে জানতে চাই বাশার মোল্লা বলেন,আমার জিবনের নিরাপত্তা চাই,আমি ও আমার পরিবারের সদস্যদের জিবন নিয়ে আমি খুবই সংকিত। আমি এর বিচার চাই।
জানতে চাইলে মামলার আসামী শাহাজাহান মিয়া বলেন,এটা সত্য না, আমার ছেলের সাথে কথা বলেন,আপনি যা ইচ্ছা লিখেন আমার বিরুদ্ধে।