শাহজালাল (রাসেল)
শনিবার (২৬ অক্টোবর ২০২৪ ইং) সন্ধ্যা ৭:০০ ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতার বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাতেম, সভাপতি বিকেএমইএ ও শওকত আজিজ রাসেল, সভাপতি বিটিএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. আইয়ুব নবী খান, প্রো-ভিসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি)।
বস্ত্র ও পোশাক শিল্পে উল্ল্যেখযোগ্য উদ্বাবনী সমাধান ও টেকসই শিল্প গড়ার প্রত্যয় নিয়ে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ৮ম আসর সম্পন্ন হয়েছে। বস্ত্র ও পোশাক শিল্পের তরুণ প্রতিভাদের কয়েক মাসের কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তার সফল পরিসমাপ্তি পর, টেক্সটাইল টুডে ইনোভেশন হাব আজ শনিবার টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) প্রতিযোগিতার ৮ম আসরের গ্র্যান্ড ফিনালের আয়োজন করেছে।
গত ১৫ বছর ধরে, টিটিএইচ টেক্সটাইল টুডের অন্যতম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, শুধুমাত্র একটি প্রতিযোগিতার চেয়ে অনেক বেশি হয়ে উঠেছে। এটি তরুণ উদ্ভাবক এবং বস্ত্র ও পোশাক শিল্পের ভবিষ্যতের নেতৃত্বের জন্য একটি লঞ্চপ্যাড হিসাবে বিকশিত হয়েছে। এই বছর, টিটিএইচ প্রত্যক্ষ করেছে কিভাবে অংশগ্রহণকারীরা চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে এবং সৃজনশীল সমাধান উপস্থাপন করছে যা টেক্সটাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান করে।
এই ৮ম আসরে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় ২০০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্য থেকে ১০০ জনকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছিল। তাদেরকে বেশ কয়েকটি প্রশিক্ষণ ও গ্রুমিং, আইডিয়া অডিশন অ্যাপটিটিউড টেস্ট, গবেষণা এবং উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ইনোভেশন মাস্টারমাইন্ডস হিসাবে তৈরি করা হয়েছিল।
ইনোভেশন মাস্টারমাইন্ডসদের মধ্য হতে শীর্ষ ৭টি গ্রুপ প্রোজেক্ট গ্র্যান্ড ফিনালেতে উপস্থাপন করা হয়েছিল। প্রোজেক্ট ৭টি ছিল, ওয়াটার রিডাকশন ইন ডায়িং প্রসেস, চেঞ্জওভার টাইম এন্ড চেঞ্জওভার লস টাইম রিডাকশন ইন গার্মেন্টিং, ডেভেলপিং এ ডায়িং এসওপি টু ইম্প্রুভ ল্যাব টু বাল্ক আরএফটি%, মিনিমাইজ ক্রিজ মার্ক ইন ১০০% কটন ফেব্রিক অপ্টিমাইজিং স্টিম ইউজেস ইন নীট ডাইয়িং, এচিভিং ফাস্টার পিক ইফিসিয়েন্সি ইন গার্মেন্ট প্রোডাকশন উইথ এসএমইডি এবং ডেভেলপমেন্ট অফ কটন- নাইলন ব্লেন্ডেড ইয়ার্ন (সিএনবিওয়াই)।
বিচারকদের প্যানেল দ্বারা নির্বাচিত এই ৭টি প্রোজেক্টর মধ্য হতে প্রথম পুরস্কার ২০০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ১০০,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৫০,০০০ টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। ইনোভেশন মাস্টারমাইন্ডসদের মধ্যে চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়নস ১০০,০০০ টাকার প্রাইজমানি পেয়েছে। প্রথম রানার আপ এবং ২য় রানার আপ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা প্রাইজমানি পেয়েছে।
বিচারক প্যানেলের সদস্য হিসাবে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (চেয়ারম্যান), ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শিয়াক সহকারী অধ্যাপক, বুটেক্স (সেক্রেটারি), তারেক আমিন, প্রতিষ্ঠাতা এবং সিইও, টেক্সটাইল টুডে ইনোভেশন হাব; আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক, ডাইসিন গ্রুপ এবং সৈয়দ ইকবাল রিজভী, ব্যবস্থাপনা পরিচালক, সামিট ডাই-কেম লি.।
এর আগে সেরা ১০০ ইনোভেশন মাস্টারমাইন্ড ৩০ লাখ টাকার সমানমান প্রশিক্ষণ পেয়েছিল। এবং তাদেরকে অতিরিক্ত ১২ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়েছিল তাদের প্রোজেক্ট সমূহ বাস্তবায়নের জন্য। বিভিন্ন শিল্প বিশেষজ্ঞদের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে বাস্তব সমস্যা সমাধানের জন্য ইনোভেশন মাস্টারমাইন্ডসদেরকে বিভিন্ন বস্ত্র ও পোশাক কারখানায় সংযুক্ত করা হয়েছিল।
টিটিএইচ সিজন ৮এ, যে ধারণা এবং প্রকল্পগুলি দেখানো হয়েছে সেগুলো শুধুমাত্র বস্ত্র ও পোশাক শিল্পকে গভীর ভাবে অনুধাবনের প্রতিফলনই করে না বরং উদ্ভাবন এবং আরও টেকসই ভবিষ্যত তৈরি করার আবেগকেও প্রতিফলিত করে। তারেক আমিন, প্রতিষ্ঠাতা এবং সিইও, টেক্সটাইল টুডে ইনোভেশন হাব এবং অর্গানাইজার, টেক্সটাইল ট্যালেন্ট হান্ট বলেন, ‘৮ম সিজনে, আমরা সঠিক প্রতিভা আবিষ্কারের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি যা তাদেরকে এই সেক্টরের নেতৃত্বে রূপান্তরিত করতে সাহায্য করবে। আমি এই তরুণ উদ্ভাবকদের প্রতিভা এবং দৃষ্টিভঙ্গি দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত এবং আমি নিশ্চিত যে তাদের অবদান একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।”
এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল সেন্ট্রোটেক্স লিমিটেড, পাওয়ার্ড বাই স্পন্সর ছিল Archroma, প্লাটিনাম স্পনসর ছিল ডাইসিন গ্রুপ এবং জয় কেমিক্যাল, প্রাইজ মানি স্পন্সর ছিল আপনা অর্গানিকস প্রা. লিমিটেড, স্পনসর হিসাবে ছিল সামিট ডাই কেম এবং সুতা ঘর কালার হাউস, কোয়ালিটি পার্টনার ছিল এসজিএস লিমিটেড এবং নেটওয়ার্ক পার্টনার হিসাবে ছিল টেক্সমেটা। ফ্যাক্টরি পার্টনার হিসাবে ছিল, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড, সাউথওয়েস্ট কম্পোজিট লিমিটেড, অকো- টেক্স গ্রুপ, হ্যামস গ্রুপ, আলিম নিট (বিডি) লিমিটেড এবং ফোর্টিস গ্রুপ যারা ইনোভেশন মাস্টারমাইন্ড হওয়ার ক্ষেত্রে ভবিষ্যতের টেক্সটাইল নেতাদের জন্য তাদের হাত ও দুয়ারকে প্রসারিত করেছিল।
টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের একটি উদ্যোগ। টেক্সটাইল, গার্মেন্টস, ফ্যাশন এবং যেকোনো বিষয়ে অধ্যয়নরত স্নাতক শিক্ষার্থীদের জন্য এটি প্রথম প্রতিভা তৈরির প্রতিযোগিতা। টিটিএইচ এর উদ্দেশ্য হল আধুনিক পদ্ধতিতে উদ্ভাবন (গবেষণা বা জ্ঞান তৈরি) প্রকল্পের মাধ্যমে সর্বশেষ উন্নয়নগুলি গ্রহণ করার জন্য প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে ভবিষ্যতের নেতৃত্ব প্রস্তুত করা।