দর্শন সালমা 

রবিবার, অক্টোবর ২৭, ২০২৪

 

।। আক্তার মুন ।।

 

দৃষ্টি দেবে না? কখনো, বৃষ্টিও পাবে না তুমি,

দৃষ্টি দেবে না? সৃজন, সেও আসবে না দৃশ্যতে!

বিশুদ্ধ তুমি, আর বিশুদ্ধ আবীরের আলাপনে গাঁথা বিশ্ব,

যত্ন করলে রত্ন মেলে, মূল প্রকৃতি দর্শন করে দেখ,

মহা শক্তি থেকে আসা, আকারে ক্ষুদ্র শক্তির গুনগুলোও এক হয়,

মহা শক্তি থেকে এসে, শক্তিকে ভুলতে বসেছো, ফিরে দেখ, একবার,

অনুভব কতদূর করতে পেরেছো সত্য?

সত্য কি, না কি, সেটাও ভুলে গেছো?

আঘাত, শান্তির খেলা,

ক্ষয় আর নির্ভয়ের অসংখ্য ঢেউ উঠা, নামা খেলা,

সরল দৃষ্টি সরল, গরল দৃষ্টি গরল, কঠিন দৃষ্টি কঠিন খোঁজ করে,

সহজকে খোঁজা সহজ নয় অত,

কঠিনকে খোঁজা কাজ নয় কারো,

ও চাইলে খরা-অনল, বৃষ্টির ঢলে নিভিয়ে দিতে পারে,

ও চাইলে, বৃষ্টির জলে, বিদ্যুৎ চমক ঢেলে, পুড়িয়ে মারতে পারো, তা দেখ না?

তীক্ষ্ণ অনুসন্ধানী হও আর নাই হও, আবার ফিরতে হবে, সব ফেলে,

কোথায় ফিরবে ক্ষুদ্র?

ক্ষুদ্রকে ফিরতে হয়, বৃহৎ এর নিকটে,

ক্ষুদ্র, ক্ষুদ্র, মিলে মিশে, বৃহৎ এর জন্ম।

ফিরে যাবে, সাথে করে, নিয়েছো কি?

বুঝতে পারো নি কি চাও? কখনো খুঁজেছো সত্য?

অনুভুতি আর প্রেম, যদি পারো সাথে নিও

তবেই যাত্রা সার্থক,

এই তো আঁধার আর এই তো মহা আলোক!