।। সালমা আক্তার মুন ।।
প্রশ্নের কাঠ গড়ায়, রোজ দাড়াতে হয়,
নিজেকে খুঁজতে গিয়ে, সময় নামের রত্ন আঁধারে হারিয়ে গেছে!
অবশেষে নিজেকেও আলোয় পাওয়া হলো না,
খাদহীন সোনার পয়সা সময়কেও হলো না আর ফিরে পাওয়া!
ভাংচুর রোজ দুহাতে স্বজোরে আঘাত হানে,
শব্দহীন ভাংচুর, ভেতরে ভেতরে রক্তক্ষরন হয় যেভাবে, ঠিক এভাবে হয়!
সুতীক্ষ্ণ দৃষ্টিও সে অবধি যেতে পারে না, ওই দৃষ্টিরও নাকি একটা সীমা আছে,
দূরদৃষ্টিরো এক অবেধ্য সীমা আছে,
সব রেখা, বেধ করা যায় না বলেই চোখ কাঁদে নির্জনে!