কোম্পানীগঞ্জের চর কাঁকড়ার ইউনিয়ন ভূমিকর্মকর্তার অনিয়মের অভিযোগ

সোমবার, অক্টোবর ২৮, ২০২৪

 

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বর্তমান ও সাবেক চরজব্বর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা নয়ন চক্রবর্তী কোম্পানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার সে সময়ের বিশ্বস্ত আশীর্বাদ পুষ্ঠ লোক হওয়ায় তার অনিয়মের যেন শেষ ছিল না ইউনিয়ন ভূমি কর্মকর্তা নয়ন চক্রবর্তীর। সুবর্ণচর উপজেলার চরজব্বর তহসিল অফিসে থাকাকালীন সময়ে সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কাদের মির্জার ক্ষমতার প্রভাব খাঁটিয়ে ধরাকে স্বরাজ্ঞান করে বিভিন্ন অনিয়মে জড়িয়ে দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করেছেন। এবং সেবা প্রত্যাশীদের কাছ থেকে জমাখারিজ খতিয়ান খোলার নামে অধিক সরকারি নিয়মের অধিক অর্থ ছাড়াও অসৌভন আচরণ করার তথ্য এই প্রতিবেদকের হাতে রয়েছে। নয়ন চক্রবর্তী চরজব্বর থাকাকালীন সময়ে জনৈক সাইফুল ইসলামের জমা খারিজের খতিয়ানের আবেদন তার ভাইয়ের প্ররোচনায় বাতিল করে দেন । পরবর্তীতে জমা খারিজের আবেদন জন্য নয়ন চক্রবর্তীর সাথে রফা দপা হলে পুনরায় আবেদন করার জন্য বলেন তখন তিনি র্আবেদন করলে জমা খারিজ খতিয়ান খুলে দেন ।তাছাড়া সুবর্ণচর উপজেলার কাটাবুনিয়া মৌজার খতিয়ান নং-১৬১৬, নতুন জোত নং-১৬১১ এ মুল খতিয়ান বহিতে অত্যন্ত সু-কৌশলে এই খতিয়ানের বিরোধীয় পক্ষের সাথে লাভবান হইয়া যোগ সাজসে খতিয়ানের উপর কলম দিয়ে বিভিন্ন মামলা নং ও বিবাদীর মোবাইল নং লিখে ঐ এলাকা থেকে বদলী হয়ে চর কাঁকড়া চলে আসেন।

এই বিষয়ে বর্তমান বসুরহাট চর কাঁকড়া তহসিল অফিসে এই প্রতিবেদক সরাসরি নয়ন চক্রবর্তীর সাথে কথা বলতে গেলে তিনি বিরদর্পে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি আমি করে এসেছি। প্রয়োজনে গিয়ে মুছে ফেলবো‌ আপনারা সাংবাদিকরা এই বিষয়ে মাথা না ঘামালেও পারেন। আওয়ামী সরকারের আমলের মত ক্ষমতার বড়াই দেখিয়ে তিনি বলেন আগেও আমরা ছিলাম। বর্তমানেও আমাদেরকে হেফাজতে রেখেছেন সরকার। বিস্তারিত আসছে পরবর্তী নিউজ এ