সোনার চেয়ে খাঁ‌টি

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

তাহ‌মিনা শার‌মিন

 

অামার দে‌শের মা‌টি
সে যে তাই সোনার চে‌য়ে খাঁ‌টি,
খাঁ‌টি সোনার মা‌টি
মোরা মাথায় তু‌লে রা‌খি।

জন্ম অামার এ মা‌টির বু‌কে
মরণ যেন হয় রে ভাই
অামার দে‌শের সোনার খ‌নি
এ মা‌টিরই বু‌কে।

অামার দে‌শের মা‌ঠের চাষী
ফসল ফলায় মো‌দের লাগী,
ফুঁটা‌তে মু‌খের হা‌সি
সারাটা জীবন খা‌টি।

ও ভাই, অামার দে‌শের মা‌টি
‌সে যে সোনার চে‌য়ে খাঁ‌টি।

সু‌খে-দুঃ‌খে, ঝড়-তুফা‌নে
যতই অাঘাত হা‌নে,
তবুও মোরা অাশ্রয় চাই
অামার দে‌শের এই উঠা‌নে।

‌মো‌দের সোহাগ, অাদর, অাহার দি‌য়ে
বাঁ‌চি‌য়ে রা‌খে জা‌নি;
‌সে যে অামার দে‌শের
সোনার মা‌টি খা‌নি,
অামার দে‌শের মা‌টি
সে যে তাই সোনার চে‌য়ে খাঁ‌টি।