তাহমিনা শারমিন
অামার দেশের মাটি
সে যে তাই সোনার চেয়ে খাঁটি,
খাঁটি সোনার মাটি
মোরা মাথায় তুলে রাখি।
জন্ম অামার এ মাটির বুকে
মরণ যেন হয় রে ভাই
অামার দেশের সোনার খনি
এ মাটিরই বুকে।
অামার দেশের মাঠের চাষী
ফসল ফলায় মোদের লাগী,
ফুঁটাতে মুখের হাসি
সারাটা জীবন খাটি।
ও ভাই, অামার দেশের মাটি
সে যে সোনার চেয়ে খাঁটি।
সুখে-দুঃখে, ঝড়-তুফানে
যতই অাঘাত হানে,
তবুও মোরা অাশ্রয় চাই
অামার দেশের এই উঠানে।
মোদের সোহাগ, অাদর, অাহার দিয়ে
বাঁচিয়ে রাখে জানি;
সে যে অামার দেশের
সোনার মাটি খানি,
অামার দেশের মাটি
সে যে তাই সোনার চেয়ে খাঁটি।