।। শান্তা কামালী ।।
অজস্র যাতনার রাত পেরিয়ে
এলে যদি নতুন বছর…
অপেক্ষায় রয়েছি কান পেতে…
দাও কিছু সুখের খবর।
যে সকল কাজের হাতে
বন্ধ্যাত্ব করছে বিরাজ,
হে নতুন বছর দোয়া কোরো,
তাদের দাও নিত্যকার কাজ।
চামড়ার রঙ দেখে নয়…
গুণগত মানের নিরিখে
প্রতিটি যুবতী কে দিও
সুখের সংসার,
প্রতিটি মা বাবা ফিরে যাক
পুত্রকন্যা ‘র কাছে…
বৃদ্ধাশ্রমে’র নরক যন্ত্রণা হোক শেষ।
প্রতিটি অভুক্ত শিশুর মুখে
অন্ন তুলে দিক আমাদের মুক্ত স্বদেশ।
নতুন বছর, আর কিছু চাই না তো
তোমার কাছে…
শুধু, কবি’র কলমে যেন বেঁচে থাকে ভাষা ,
আর থাক কবি ‘র বুকে
যতোটুকু প্রেম আজও বেঁচে আছে।।