টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস

বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

ক্রীড়া প্রতিবেদকঃ টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের নির্ভরযোগ্য ওপেনার ইমরুল কায়েস। নিজের ফেসবুক পেইজে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর বার্তা দিয়েছেন এই বাঁহাতি।

আজ (বুধবার) নিজের ফেসবুক পেজে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস। তিনি লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।

৩৮ ছুঁইছুঁই ইমরুলের টেস্ট ক্যারিয়ার ছিল মিশ্র পারফরম্যান্সের। টেস্টে তার অভিষেক হয় ২০০৮ সালের নভেম্বরে। প্রায় ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে দেশের হয়ে ৩৯টি ম্যাচ খেলেছেন। ৩টি সেঞ্চুরিসহ ২৪.২৮ গড়ে ইমরুল করেছেন ১৭৯৭ রান।

টেস্টে ইমরুলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ১৫০ রানের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ড্র হওয়া সেই টেস্টে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ৩১২ রানের জুটি গড়েছিলেন ইমরুল। তামিম করেন ডাবল সেঞ্চুরি।