
সাঁথিয়া প্রতিনিধি :
খায়রুন নাহার খানম মিরুকে আহবায়ক ও সালাউদ্দীন খানকে সদস্য সচিব করে সাঁথিয়া উপজেলা বিএনপির ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে ।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ছয় বছর পর গতকাল সাঁথিয়ায় উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি দেয়া হয়েছে।
পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত এ কমিটি আগামী ২০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। কমিটি দেওয়ার পর থেকেই কমিটির পক্ষে বিপক্ষে নানা মত,যুক্তি তুলে ধরছে অনেকেই। তবে এ কমিটি প্রত্যাখ্যান করে আজ বিক্ষোভ, ঝাড়ু মিছিল পথসভা করেছেন বিএনপি নেতাকর্মীর একটি অংশ।