কেরাণীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

জাতির সংবাদ ডটকম।।

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি : ঢাকার জেলার কেরাণীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রেজুয়ান, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শাহানুর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো: আব্দুস সাত্তার , কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গন। সভায় সভাপতির বক্তব্যে রিনাত ফৌজিয়া বলেন, পট পরিবর্তনের পর এবার অনেক সুন্দর ও গুছালো ভাবে শহীদ দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় সবার অংশগ্রহণে উদযাপন করা হবে। তিনি আরো বলেন ৫ আগস্টে পর যারা গনহত্যায় শহীদ হয়েছে, তাদের পরিবারকেও সম্মানিত করা হবে। দিবসটি উপলক্ষে কেরাণীগঞ্জে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা ও বিজয় মেলা করা হবে। অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।