যে কারণে বিগ ব্যাশে আর খেলা হলো না রিশাদের

সোমবার, ডিসেম্বর ২, ২০২৪

ক্রীড়া প্রতিবেদকঃ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার এ ফ্র্যাঞ্চাইজি লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু এ টাইগার স্পিনারের স্বপ্ন পুরন হচ্ছে না।একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হওয়ায় বিগ ব্যাশে আর খেলা হলো না রিশাদের।

জাতীয় দলের ঠাসা ব্যস্ত সূচি এবং পরবর্তীতে বিপিএলের কারণে হোবার্টে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। তারপরও আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছিলেন তিনি। আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট চলবে। অর্থাৎ শুরুর দিকে দুটি ম্যাচ (২১ ও ২৭ ডিসেম্বর) খেলার সুযোগ দেওয়া ছিল রিশাদের সামনে।

বিগ ব্যাশে রিশাদের না খেলার খবর এক বিবৃতিতে নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্সই। রিশাদের বদলে তারা দলে ভিড়িয়েছে ওয়াকার সালামখেইলকে। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন বাঁহাতি এই স্পিনার। সেখানে ১১ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি।

২০১৯ সালে মাত্র ১৭ বছর বয়সে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল সালামখেইলের। সেই ম্যাচের দুই ইনিংসেই দুইটি করে উইকেট শিকার করেছেন তিনি। তাতে প্রথমবারের মতো টেস্ট জয় পায় আফগানরা। বিগ ব্যাশে একই দলে খেলবেন টিম ডেভিড ও সালামখেইল। এর আগে ত্রিনিবাগো নাইট রাইডার্সেও একসঙ্গে খেলেছেন দুজন।

হোবার্ট হারিকেন্সের পরিবর্তিত স্কোয়াড

চুক্তিবদ্ধ খেলোয়াড় : ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), ওয়াকার সালামখেইল (আফগানিস্তান), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম, ম্যাক রাইট।

হেড অব স্ট্র্যাটেজি : রিকি পন্টিং

কোচ : জেফ ভন