হাজারীবাগের সিটি কলোনিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযান

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

 

জাতির সংবাদ ডটকম।।

বিশেষ গোয়েন্দা তথ্য গত মধ্য রাতে হতে ভোর পর্যন্ত হাজারীবাগের গনকটুলি সিটি কলোনি এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন অবৈধ মদ, গাজা, ইয়াবা, দেশী অস্ত্র ও কারেন্সি উদ্ধার করা হয়। এছাড়াও মদের তৈরীর প্রস্তুতি চলাকালীন ৪ টি স্পট খুজে বের করে তা ধ্বংস করে দেয়া হয়। এই অভিযানে ১০ জনকে আটক করা হয়৷

এলাকাটির পেছনে অলিগলি থাকায় অনেক ব্যবসায়ী যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায়।যৌথ বাহিনীর অভিযানে থাকা কর্মকর্তারা জানান, মাদক ব্যবসায়ীদের সকলকে আইনের আওতায় নিয়ে আসতে অভিযান অব্যাহত থাকবে।আটককৃতদের হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন,মোঃ সাহিদ(৩৫), পিতা – মৃত শফিউর রহমান। ঠিকানা – গনকটুলি, হাজারীবাগ, ঢাকা। মোঃ জাকির (২৫), পিতা – মোঃ ওয়াস উদ্দিন। ঠিকানা – গনকটুলি, হাজারীবাগ, ঢাকা ।

মোঃ রুবেল(৩৪), পিতা – মোঃ মন্টু মিয়া। ঠিকানা – গনকটুলি, হাজারীবাগ, ঢাকা।মোঃ মাহিন(১৬), পিতা – ফারুক। ঠিকানা – গনকটুলি, হাজারীবাগ, ঢাকা। শিল্পী(৩২) , স্বামী – মোঃ ফারুক। ঠিকানা – গনকটুলি, হাজারীবাগ, ঢাকা। মোঃ আছাদ মিয়া(৪৫), পিতা – মৃত সুলতান মিয়া। ঠিকানা – গনকটুলি, হাজারীবাগ।মোঃ মিজান, পিতা – মোঃ কাজল মিয়া। ঠিকানা – গনকটুলি, হাজারীবাগ, ঢাকা।মোঃ শফিক(৪৫) , পিতা -মৃত আব্দুল কাদের। ঠিকানা – গনকটুলি, হাজারীবাগ, ঢাকা।

মোঃ অনিক(৪২), পিতা – অশোক কুমার।ঠিকানা – গনকটুলি, হাজারীবাগ, ঢাকা ও মোঃ শাহজাহান (৫৬) , পিতা – মৃত ফালা মিয়া। ঠিকানা – গনকটুলি, হাজারীবাগ,ঢাকা।