প্রবাসীদের কল্যাণ বিষয়ে জামালপুরে এনজিওদের সাথে সমন্বয় সভা

শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

 

আবুল কাশেম জামালপুরঃ-

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েজআর্নার্স কল্যাণ বোর্ড ময়মনসিংহ ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে ৫ ডিসেম্বর সোমবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিও প্রতিনিধিদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন্নাহার, জামালপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন, ময়মনসিংহ ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান ডেপুটি কাউন্সিলর মো: মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সভায় উন্নয়নের সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর নূর মোহাম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরী। তিনি তার বক্তব্যের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মাধ্যমে বাস্তবায়িত রেইস প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। সেই সাথে কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রতিবন্ধী ভাতা এবং বোর্ডের অন্যান্য কল্যাণকর সহযোগিতামূলক কার্যক্রম তুলে ধরেন।তিনি তার অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে প্রত্যাবর্তনকারী প্রবাসীদের আর্থ সামাজিকভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে অনুরোধ জানান। ময়মনসিংহ ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর নূর মোহাম্মদের সঞ্চালনায় মুক্ত এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উন্নয়নের সংঘের কর্মসূচি পরিচালক মুর্শেদ ইকবাল বলেন ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে প্রবাসীদের ডাটাবেজ যদি এনজিওদের কাছে পাঠানো যায় তাহলে সহজে তাদেরকে চিহ্নিত করা সম্ভব হবে এবং তাদেরকে ঋণ কার্যক্রমের কার্যক্রমের আওতায় সম্পৃক্ত করা সহজ হবে। ব্রাক এর জামালপুরের এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির বলেন জেলা এবং উপজেলা পর্যায়ে এনজিওরা সাধারণত এমআরএ পলিসি অনুযায়ী তাদের ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে। যদি মন্ত্রনালয় থেকে কেন্দ্রীয় পর্যায়ে এনজিও গুলোর সাথে এমআরএ পলিসির বিষয়ে নির্দেশনা দেওয়া যেত তাহলে প্রবাসীদের ঋণ প্রদানের জন্য এবং সুদের হার কমানো যেত এবং প্রবাসীরা ঋণ প্রাপ্তির ক্ষেত্রে উপকৃত হতে পারতো। জামালপুর জেলা কর্মসংস্থানের জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন্নাহার বলেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রবাসীরা সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা তাদেরকে নানান ভাবে সহযোগিতা করে থাকি এবং তথ্য দিয়ে থাকি। যদি কোন প্রবাসী ক্ষতিগ্রস্ত হয়ে প্রতারণা শিকার হয় তাহলে তারা যদি আমাদের অফিসের যোগাযোগ যোগাযোগ করে সে ক্ষেত্রে আমরা তাদেরকে আইনি সহায়তা দিতে পারব।জামালপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হারুন আল মামুন বলেন যে সকল প্রবাসী দেশের বাইরে যাচ্ছে তারা যেন অবশ্যই প্রশিক্ষণ নিয়ে বাইরে যায় এবং দালালের প্রতারণা পরিহার করে সে ক্ষেত্রে তাদের প্রতারণার সম্ভাবনা কম থাকবে। অনুষ্ঠানের সভাপতি জনাব ইফতেখার ইউনুস অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জামালপুর। তিনি বলেন ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে রেইস প্রকল্প যে কার্যক্রম করে যাচ্ছে সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আমরা মনে করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এনজিও প্রতিনিধিদের সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনা একটি ফলপ্রসূ রেজাল্ট আমরা পাব যার মাধ্যমে প্রবাসীরা হ্মুদ্র ঋণ গ্রহণ করে আর্থসামাজিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে।