সাঁথিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল একটি আন্তর্জাতিক চক্র । বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংসতা গোটা জাতিসহ বিশ্ব হতবিহ্বল হয়েছিল ।
চূড়ান্ত বিজয়ের মাত্র দু’দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র তালিকা ধরে ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী- সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে রাতের অন্ধকারে মেরে তাদেরকে মিরপুর এবং রায়ের বাজারের বধ্যভূমিতে ফেলে রাখে। এক জরিপ অনুযায়ী দেখা যায় তারা ১১১১ জন বুদ্ধিজীবীকে তারা হত্যা করেছে।
পাবনার সাঁথিয়ায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার ১১ ঘটিকায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সমবায় অফিসার মাসুদ রানার পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন,শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, আরো বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) নাদিয়া সুলতানা, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর নজমুল বারি নাহিদ, ড. কামরুজ্জামান বকুল, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সহ-সভাপতি ফারুক হোসেন, সাংবাদিক মানিক হোসেন ছাত্রনেতা আরিফুল ইসলাম, তসলিম উদ্দিন প্রমুখ।