হাব সম্মিলিত পরিষদের আয়োজনে হজ্জ ব্যবস্থাপনা ২০২৫ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪

 

শাহজালাল (রাসেল)।।

১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি ভবনের মাল্টিপারপাস হলে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবের প্রতিষ্ঠাতা সহ – সভাপতি গোলাম সরোয়ার, এছাড়াও বক্তব্য রাখেন হাবের সাবেক কালচারাল সেক্রেটারি রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য শামসুল ইসলাম, মিজানুর রহমান, মাহমুদুর রহমান, জামাল হোসেন, মুফতি খোরশেদ আলম, মাওলানা শামসুল হক, মোস্তাফিজুর রহমান, আকবর হোসেন মঞ্জু, এ এস এম ইব্রাহিম , আলহাজ্ব তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে গোলাম সরোয়ার আগামী হাব নির্বাচনে তাকে বিজয়ী করলে তিনি হাবকে একটি ব্যবসা বান্ধব সংগঠনের রূপান্তর করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।