বাংলাদেশ প্রেস ইউনিটির পক্ষ থেকে মরহুম বরেণ্য কবি ও সাংবাদিক হেলাল হাফিজকে শ্রদ্ধা নিবেদন

সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪

জাতির সংবাদ ডটকম।।

শনিবার বাদ জোহর জাতীয়  প্রেস ক্লাবে জানাযা শেষে মরহুম বরেণ্য কবি ও সাংবাদিক হেলাল হাফিজকে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ প্রেস ইউনিটির পক্ষ থেকে সংগঠনের আহবায়ক এফ রহমান রূপক ও সদস্য সচিব শাহাজালাল উজ্জলের নেতৃত্বে  কবির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংগঠনের অন্যদের মত উপস্থিত ছিলেন , হুমায়ন মোজিব, আবুল কালাম, খারুল বাশার, তৈয়ব হোসেন, সাগর, রায়হান, শিপন, অনিক,গোলাম মোজতবা দ্রব, জাকিয়া সুলতানা সহ অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।