আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধের সংবর্ধবনা দেয়া হয়েছে।
উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলামের সভাপতিত্বে সংবর্ধ্বনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবুল বাশার, রফিকুল ইসলাম, উপজেলা ভূমি কর্মকর্তা নাসরিন, স্বাস্থ্য কর্মকর্তা আফজালুর রহমান, অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান, এবিএম মোক্তার হোসেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায়
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস পাটওয়ারী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সফিকুর রহমান, বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক শরিফ হোসেন চেয়ারম্যান, বিএনপি নেতা জহিরুল ইসলাম, এ্যাডভোকেট দেওয়ান সামসুল হক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, গিয়াসউদ্দিন সৈকতসহ বিভিন্ন রাজনৈতিক ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।