এম,এ,হাই,সাঁথিয়া প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে সাঁথিয়া কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে ৫০ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন জাহিদুজ্জামান রিপন (চেয়ার মার্কা)। তিনি মোট ভোট পেয়েছেন ৯৫ টি। জাদুজ্জামান রিপন সাঁথিয়ায় পৌর যুব দলের। আহবায়ক। বিআরডিবর এ নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক ছাত্রদল নেতা শাহিনুর রহমান শাহিন (মই মার্কা) । তিনি মোট ভোট পেয়েছেন ৪৫ টি। চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি ।
বুধবার (১৮ডিসেম্বর ) সকাল ৯ টায় শুরু হয়ে ৪ টা পর্যন্ত বিআরডিবি মিলনায়তনে নিরবিচ্ছিন্ন ভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন-ওয়াদুদ হোসেন ঠান্ডু।