বিজয়নগরে অবৈধ সয়াবিন তেলের কারখানা

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

জাতির সংবাদ ডটকম।।

ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন বিহীন চলছে খোলা সয়াবিন তেল বোতলজাত করণের কারখানা।

সরেজমিন ঘুরে দেখা যায়, বিজয়নগর উপজেলার সাতবর্গ ইসলামী ফিলিং স্টেশনের পিছনে একটি বিল্ডিংয়ে অবৈধ ভেজাল খোলা তেলের বোতল জাত করণের কারখানায় দেদারসে মহিলা শ্রমিক দিয়ে বিএসটিআইয়ের লগো এবং নাম্বার ব্যবহার করে নিউ স্টার নামে বোতলে ব্যবহার করে খোলা সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করছে সাতবর্গের মৃত আরাধন মালাকারের ছেলে অসাধু ব্যবসায়ী শ্যামল মালাকার।

প্রশাসনকে ফাঁকি দিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চালিয়ে যাচ্ছে অবৈধ তেলের কারখানা। অবৈধভাবে নিউ স্টার লগো ব্যবহার করে খোলা তেল বোতলজাত করে বাজারে সাধারণ ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অর্থ। সেই সাথে অনুমোদন হীন তেলে সাধারণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভেজাল সয়াবিনে বাজার সয়লাব বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছে পরিত্যক্ত বোতলে, পাইকারি ও খুচরা বাজারগুলোতে সয়াবিন তেলের নামে পাম ও সুপার পাম তেল বোতলজাত করে আসছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে অসাধু ব্যবসায়ী শ্যামল মালাকার বলেন, তেলের বিএসটিআইয়ের অনুমোদন আছে।

এ বিষয়ে মালিক দাবি করে সুমন চৌধুরী বলেন,এসিল্যান্ড মহোদয় কারখানা পরিদর্শন করে বোতলজাত করণ সহ কারখানা পরিচালনা করার অনুমোদন দিয়ে গেছেন। তবে তিনি লিখিত কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি

অনুমোদন বিহীন খোলা তেল বোতলজাত এবং বাজারজাত করণের কারখানার বিষয়ে জানতে চাইলে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন,এ ব্যাপারে আমি এসিল্যান্ড মহোদয় কে পাঠিয়ে ছিলাম, উনি যেহেতু টেকনিক্যাল বিষয় অবগত নয় তাছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে বিএসটিআইয়ের অফিস নেই তাই তাদের বিএসটিআই সনদ যাচাইয়ের জন্য কুমিল্লা বিএসটিআই অফিসকে আমন্ত্রণ জানানো হয়েছে। উনারা যখন আসবেন তাদের নিয়ে শীঘ্রই অভিযান পরিচালনা করব। তবে এসিল্যান্ড মহোদয় তাদেরকে তেল বোতলজাত করার অনুমোদন দেওয়ার বিষয়টি যৌক্তিকতা নেই।