রেস্তোরাঁয় ধূমপান করায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জরিমানা

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে রাস্তার পাশের খাবারের দোকানে ধূমপানমুক্ত এলাকায় সিগারেট সেবনের দায়ে জরিমানার মুখে পড়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। স্থানীয় সময় বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ এক্সে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এক্সপোস্টে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরকে ইতোমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রী ব্যক্তিগতভাবে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন, তিনি জরিমানা পরিশোধ করবেন।”

মালয়েশিয়ায় প্রকাশ্যে ও জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে সর্বোচ্চ ৫ হাজার রিংগিত (বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার টাকা) জরিমানার বিধান রয়েছে।

তবে পররাষ্ট্রমন্ত্রী কত রিংগিত জরিমানা দেবেন তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে।

সম্প্রতি মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশে সফরে গিয়েছিলেন মোহামদ হাসান। সেখানে একটি স্টিটফুডের দোকানে বসে ধূমপান করেন তিনি। কোনো এক ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রীর ধূমপানরত ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। প্রায় সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় এবং মালয়েশিয়ার নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘটনার জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন মোহামদ হাসান।

সূত্র : এএফপি, এনডিটিভি