স্বৈরাচারের ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. শফিকুর রহমান

শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

 

 

মোস্তফা কামাল কেরানীগঞ্জ প্রতিনিধি :ঢাকা জেলা কর্মী সম্মেলনে জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদেরকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে  স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্র রুখতে  হবে।

শুক্রবার সকাল ১১ টার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সাড়ে ১৫ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী  দলের ওপর যে রকম জুলুম করা হয়েছে বাংলাদেশের অন্য কোনো দলের ওপর সে জুলুম করা হয়নি।  কিন্তু আমরা আগেই বলেছি, আল্লাহ তায়ালা আমাদের ক্ষমতায় আনলে আমরা কারো ওপর প্রতিশোধ নেব না। আমরা বৈষম্যহীন ও শোষণমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।  স্বৈরাচার  আওয়ামী লীগ সরকার থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, স্বৈরাচারের পরিণতি দেখে আমি এবং আমরা সবাই যেন শিক্ষা নেই। যেই এ পথে হাঁটবে, তাদের জন্য ধ্বংস ও অপমান অনিবার্য।’

তিনি আরও বলেন,  স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা দেখেছি ৭-৮ বছরের শিশু পথে নেমে এসেছিল সেদিন হাতে ইট নিয়ে। তাকে জিজ্ঞেস করা হলো, কেনো নেমে এসেছে, সে বলেছিল স্বৈরাচারের বিরুদ্ধে নেমে এসেছি। আমার ভাইদের তারা গুলি করে হত্যা করেছে। গুলি করে হত্যা করা হলে আমি শহীদ হয়ে যাব, মা বাবাকে বলে এসেছি, আমাকে ক্ষমা করে দিও। আমি শহীদ হয়ে গেলে শহীদের সাথে দাফন করে দেবে। ৭-৮ বছরের শিশু স্বৈরাচারকে চিনতে পারল, তারা নিজেদের চিনতে পারল না। জালিম সরকার জামায়াতে ইসলামীর ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করেছে। শাপলা চত্ত্বরে হাজার হাজার আলেম-ওলামাকে হত্যা করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গণহত্যা চালিয়েছে। তিনি আরো বলেন, আমরা শান্তি চাই, দেশের মানুষকে শান্তিতে রাখতে চাই।  আমরা লুট  ও দখলের রাজনীতি করতে চাই না। আল্লাহ তায়ালা যদি আমাদের ক্ষমতায় আনেন, তাহলে আমরা ইসলামী ও কোরআনের আলোকে দেশ চালাবো। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। এই কাজ জামায়াতে ইসলামীর কর্মী-রুকনরা একা করতে পারবে না। এজন্য দরকার জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা। জনগণকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানিয়ে তিনি কর্মীদের নিজেদেরকে বৈষম্যহীন চরিত্র গড়ে তোলার আহ্বান জানান।  অনুষ্ঠানে বাংলাদেশ জামায়তে ইসলামী ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়তে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্রশিবির মঞ্জুরুল ইসলাম। এ  সময় আরো বক্তব্য রাখেন, আব্দুর রহিম চৌধুরী, আব্দুর রাজ্জাক মন্ডল, অধ্যক্ষ হারুনুর রশিদ, মোঃ কবিরুজ্জামান, মোহাম্মদ শাহাদাত হোসাইন, মোঃ কামাল হোসেন, মাওলানা আফজাল হোসাইন, অধ্যক্ষ শাহিনুর ইসলাম, আব্দুল কুদ্দুস, মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মশিউর রহমান প্রমুখ।