সাপাহারে বাক প্রতিবন্ধী স্ত্রীকে খুঁজে না পেয়ে দিশেহারা স্বামী

বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩

 

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহার উপজেলা, তিলনা ইউনিয়ন, চাঁচাহার গ্রামের নুরুল ইসলামের বাক প্রতিবন্ধী স্ত্রী আছিয়া বেগম(৪৩) গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাপাহার সদরে যাওয়ার পর দুপুর সাড়ে ১২ টার দিকে নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর দেশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দিশেহারা পর হয়ে পড়েছে স্বামী নূরুল ইসলাম ও পুত্র রাশিদুল ইসলাম সহ পরিবারের অনেকেই।

জানা যায় পারিবারিক দরকারী কাজে গত বৃহস্পতিবার সাপাহার বাজারে যায় ওই বাকপ্রতিবন্ধী মহিলা তারপর আর বাড়িতে না আসায় আত্মীয়-স্বজন বিভিন্ন এলাকা সহ রাজধানী ঢাকাতে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন তারপরও সন্ধান না পাওয়া গেলে সাপাহার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার জিডি নং ৭৫৮, ট্র্যাকিং নং UZLPPI তারিখ ১৯/০২/২০২৩।মোবাইল নং ০১৭২৯৯০২৫১৮

থানার ডাইরির বর্ণনা মতে মেয়েটির গায়ের রং ফর্সা উজ্জল, মুখের আকৃতি গোলাকার, উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি, চুল বাদামী, নাক চ্যাপ্টা, চোখ কালো মনি, কান কুলার মত, দাঁত ভাঙ্গা আছে।

এ বিষয়ে ছেলে রাশিদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান আমার মাকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি বাবা খুব অসহায় ও দিশেহারা হয়ে পড়েছে তাই যদি কোন সহৃদয় ব্যক্তি আমার বাক প্রতিবন্ধী মা আছিয়া বেগমকে দেখতে বা সংবাদ পান তাহলে অনুগ্রহপূর্বক মোবাইল নাম্বারে সংবাদ দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকিব।