গানের লিরিক 

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

 

।। মৌসুমী শীমা  ।।

আমি তোর কথায় গলে যাই

মোমের মতো

তোর হাসিতে ফুল ফোটাই

শতশত

ভালোবাসি ভালোবাসি ভালোবাসি

অবিরত……।

 

দখিন ও কোনে আনমনে

মুচকি হেসে যাই

তোর ভাবনায় এক মোহনায়

সুখের স্বর্গ সাজাই

কাছে না পেলে হৃদয় জ্বলে

বোঝাই তোকে কতো….।