হবিগঞ্জে বড়দিন উপলক্ষে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বিজিবি’র স্ট্রাইকিং টহল পরিচালনা

বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

ত্রিপুরারী দেবনাথ তিপু,হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন, ৫৫ বিজিবি’র উদ্যোগে যীশু খ্রীষ্টের বড়দিন উপলক্ষে দায়িত্বপূর্ন এলাকায় সীমান্তের ৮ কিলোমিটার এর মধ্যে সর্বমোট ১০ টি গির্জার কমিটি, স্হানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে যোগাযোগ স্হাপন করে ২৪ শে ডিসেম্বর থেকে ২৫ শে ডিসেম্বর পর্যন্ত আইনশৃংখলা পরিস্থতির নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান গির্জাসমুহে শান্ত পরিস্থিতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশ উৎসব পালনের জন্য হবিগঞ্জ ব্যাটলিয়ন (৫৫) বিজিবি’র স্ট্রাইকিং টহল পরিচালনার খবর পাওয়া গেছে।

এক প্রশ্নের জবাবে বিজিবি ৫৫ ব্যাটলিয়ন অধিনায়ক লে,কর্নেল ইমদাদুল বারী খাঁন পিএসসি জানান, দেশের বিদ্ধমান পরিস্থিতিতে যাতে করে দুষ্কৃতকারীরা কোন ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে ব্যাটালিয়ন ৫৫ বিজিবিএ ব্যাপারে সতর্ক রয়েছে।

তিনি আরও জানান এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।