নাসির সিকদার: কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি
ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার বিগত ১৬ বছরে এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা দিয়েছেন সেখানে শিক্ষা ব্যবস্থার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা দীক্ষায় জাতি উন্নত হলে অন্য দেশের উপর আর নির্ভর করতে হয় না। তিনি আজ বুধবার দুপুর ২টায় কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে নরন্ডী আইডিয়াল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের এ কথা বলেন। তিনি আরো বলেন,আমরা দীর্ঘ ১৬ বছর যাবত বাকস্বাধীনতার জন্য, ভোটাধিকারের জন্য ও গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। অবশেষে জুলাই আগস্টে ছাত্র- জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ সময় জেল খাটিয়েছেন। তিনি এখন চিকিৎসার জন্য বিদেশে যাবেন। সবাই তার জন্য দোয়া করবেন। দেশে এখন ক্রান্তিকাল চলছে। এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয়বোধ।তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। নরন্ডী আইডিয়াল স্কুলের সভাপতি হাজী মোঃ জাহিদ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ওয়ালী উল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, বিএনপি নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, শাক্তা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহসিন মন্টু ও ঢাকা জেলা সাবেক যুবদল নেতা হাজী মাসুম প্রমূখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।