সাঁথিয়ায় যুবদল কর্মী বাবুকে শ্বাসরোধ করে হত্যা

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :

সাঁথিয়ায় যুবদল কর্মী আব্দুল মোমিন বাবুকে (৪০) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে সাঁথিয়ার ধূলাউড়ি ইউনিয়নের ডহরজানী গ্রামের শহীদ গারোর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে সাবেক ওয়ার্ড যুবদলের কর্মী নোসিমন চালক আব্দুল মোমিন বাবুকে ফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে আর পাওয়া যায় না। সকালে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের জমিতে লাশ পরে থাকতে দেখা যায় । সকালে পুলিশকে খবর দিলে তার মরদেহ পুলিশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠায়।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, তদন্ত করে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।