
এম এ হাই, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় আব্দুর রহিম (৩৮) নামে এক এনজিও কর্মী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তবে তার পরিবার দাবি করছেন তাকে জিম্মি করে রাখা হয়েছে। তিনি জাগরণী চক্র ফাউন্ডেশন সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর শাখার মাঠকর্মী। আব্দুর রহিম রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বেড়া গ্রামের ইমরান আলীর ছেলে। এ ব্যাপারে ওই এনজিও’র শাখা ব্যবস্থাপক সাঁথিয়া থানায় ৩০ ডিসেম্বর সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ১৫৯৫।
থানার ডায়েরি সূত্রে জানা গেছে, নিখোঁজ আব্দুর রহিম গত ৩০ ডিসেম্বর এনজিও’র ঋণ আদায় শেষে অফিসে আসেন। ওইদিন সন্ধ্যা ৭ টার দিকে বিকাশ থেকে টাকা উঠানোর কথা বলে তিনি বের হয়ে আর অফিসে ফিরে আসেনি। তার মোবাইল ফোন বন্ধ এবং পরিবারসহ বিভিন্ন জায়গায় খোজখবর নিয়ে তার সন্ধান মেলেনি।
জাগরণী চক্র ফাউন্ডেশন কাশিনাথপুর শাখার ব্যাবস্থাপক সাইদুল ইসলাম জানান, তার মাঠকর্মী আব্দুর রহিম ওইদিন দুপুরের পর তার কর্ম এলাকায় ঋণের কিস্তি আদায় করে অফিসে আসেন। তিনি সন্ধ্যা ৭টার দিকে বিকাশ থেকে টাকা তোলার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ রহিমের দুলাভাই গিয়াস উদ্দিন বলেন, আমাদের ধারনা ঋণের কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে অর্থাৎ যাদেরকে তিনি ঋণ দিয়েছেন তারা | আমার শ্যালক রহিমকে জিম্মি করে রাখা হয়েছে বলে দাবী করেন। তিনি আরো বলেন, দুইমাস আগে ঋণের কিস্তির টাকা আদায় করে অফিসে ফেরার পথে ছিনতাইকারীরা তার কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ টাকা অফিসকে আমরা ভর্তুকি দিয়েছি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, এব্যাপারে থানায় সাধারণ ডায়েরি হয়েছে এবং দেশের সকল থানায় আমরা বেতার বার্তা পাঠিয়েছি এবং উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।