নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন রবি হিজড়া

শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

জাতির সংবাদ ডটকম।।

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে একুশ আমাদের অহংকার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মোঃ রবিউল ইসলাম রবি ( হিজড়া )কে নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ ক্রেষ্ট প্রদান করে সম্মাননা জানান ।

অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে  রবিউল ইসলাম রবি বলেন সরকার আমাদেরকে তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছেন আমরা এজন্য সরকারকে ধন্যবাদ জানাই। সরকারের কাছে আমাদের আরো দাবি-দাওয়া আছে সেগুলো নিয়ে আমরা সাংগঠনিকভাবে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের হিজড়ারা এখন অনেকেই লেখা পড়া করে চাকরি করে।সরকার এবং প্রসাশন যদি আমাদেরকে সহযোগিতা করে আমরাও সাধারণ মানুষের মতো সামাজিকভাবে সরকারের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবো।