আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্য হতে চায়, ডোনাল্ড ট্রাম্পের এই দাবি নাকচ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেছেন তিনি।
ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের পর জাস্টিন ট্রুডো কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। কানাডার মার্কিন অঙ্গরাজ্য হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই বলে কড়া জবাব দিয়েছেন তিনি।
বুধবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ট্রুডো লিখেন, ‘কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার কোনও সুযোগ নরকেও নেই’।
কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি এই নিয়ে বলেছেন, ‘কানাডা কখনও এই ক্ষেত্রে পিছু হটবে না।’ জোলি বলেন, কানাডার চরিত্র বুঝতে পারেননি ট্রাম্প।
দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে ইস্তফার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো।
এর কয়েক ঘণ্টা পর আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছার কথা জানান ট্রাম্প।
গত সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম রাজ্য হতে পছন্দ করে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং তাই তিনি পদত্যাগ করেছেন।
যদি কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। এক সঙ্গে, এটা কি একটি মহান জাতি হবে!!!’
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কানাডাকে দেশটির ৫১তম অঙ্গরাজ্য হওয়ার পরামর্শ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তার গভর্নর হওয়ার আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি অংশ করে নেয়ার ‘ধারণাটি দারুণ’ এবং কানাডার অনেক নাগরিক সেটি চান বলে দাবিও করেছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন ইচ্ছা প্রকাশের পরই কানাডার পক্ষ থেকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই প্রতিক্রিয়া জানালেন।