সাপাহারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামত সংক্রান্তে ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গোয়ালা ইউনিয়নের মিরাপারা দিঘীরহাট হাইস্কু্ল মাঠে আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত লিফলেট বিতরণ ও আলোচনা সভয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পোরশা উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ -১ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী শাহ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ,পোরশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ,গোয়ালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম,সাধারণ সম্পাদক আবুল হোসেন,প্রভাষক পফারুক হোনেন,আবু দাউদ, সাপাহার উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক আকতার হোসেন প্রমুখ। বক্তাগন বলেন যে আগামী দিনে দেশ নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশে একটি শক্তিশালী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। সাধারণ মানুষের নিকট এই ৩১দফার লিফলেট পৌছে দিতে হবে। যাতে মানুষ শান্তি পায়। সাপাহার উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে আরও মজবুত করতে হবে। দল মত নির্বিশেষে সকল নেতাকর্মীকে একত্রিত থেকে সাংগঠনিকভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে উক্ত আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হয়।