মিরসরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা 

শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামে পুকুর সংস্কারের কথা বলে কৃষি জমি ভরাট করায় কামরুল ইসলাম নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান বলেন, কৃষিজমি ভরাট করা ও নতুন রাস্তা নষ্ট করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।