জাতির সংবাদ ডটকম।।
নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেবা ও সমস্যা সমাধানের রাজনৈতিক শ্লোগানকে সামনে নিয়ে যাত্রা শুরু করা আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান পদে নির্বাচন চলছে সোহরাওয়ার্দী উদ্যানে। আজ দিনভর ভোট গ্রহণ চলবে, ভোট গণনা শেষে আগামীকাল জাতীয় কাউন্সিলে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় যা চলবে একটানা রাত ৯ টা পর্যন্ত। দেশ, বিদেশে অবস্থানরত প্রায় দুই হাজার আট শত (২,৮০০) কাউন্সিলর এই নির্বাচনে ভোট প্রদান করছেন। দেশের কাউন্সিলররা স্বশরীরে উপস্থিত হয়ে, প্রবাসে ও অসুস্থতা জনিত অনুপস্থিত কাউন্সিলররা অনলাইনে ভোট প্রদান করছেন। নির্বাচনে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহবায়ক লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম ও প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকেই উৎসব মূখর পরিবেশে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাড়িয়ে কাউন্সিলরদের ভোট দিতে দেখা যায়। এবি পার্টির নেতৃবৃন্দ জানান, গঠনতন্ত্র অনুযায়ী গত ২৭ ও ২৮ জানুয়ারী নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৬০ জন প্রার্থীর বিপরীতে ২১ জন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। আজ চেয়ারম্যান পদে ভোট গ্রহণ শেষ হলে, নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ভোটের মাধ্যমে দলের সেক্রেটারি নির্বাচিত করবেন। চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচনের ফলাফল আগামীকাল কাউন্সিলে ঘোষণা করা হবে।