জন্মদিনকে ঘিরে আবেগঘন পোস্ট নুসরাতের

শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫

বিনোদন ডেস্কঃ ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান কখনও ব্যক্তিগত জীবন নিয়ে আবার কখনও বা রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন। নেটিজেনরা তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন।

তবে নিন্দুকদের এসব সমালোচনা নিয়ে না ভেবে নিজের শর্তে বাঁচতে চান অভিনেত্রী। জন্মদিনেও সেরকমই এক বিশেষ উপলব্ধির কথা জানালেন নুসরাত।

জন্মদিন উদযাপনের জন্য যশের সঙ্গে দুবাইতে রয়েছেন নুসরাত। সেখান থেকে একগুচ্ছ রঙিন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সমালোচকদের বুঝিয়ে দিলেন শত বিতর্কেও তিনি তার শর্তে অটল রয়েছেন।

এবার ৩৫ বসন্ত পেরিয়ে জীবনের বিশেষ উপলব্ধি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। জীবনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বার্থডে পোস্টে নুসরত জাহান লিখেছেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠলাম। এক রাশ কৃতজ্ঞতায় মন ভরে উঠল। ভাবলাম, বেঁচে আছি এটাই তো বড় প্রাপ্তি।’

তার কথায়, ‘শ্বাস নিচ্ছি, জীবনে ভালোবাসতে পারছি বা ভালোবাসা পাচ্ছি এগুলোই তো আসল পাওনা। যে বা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার জন্মদিনকে আপনারাই স্পেশাল করে তুলেছেন।’